Mon. Oct 20th, 2025
Advertisements

খােলাবাজার২৪, শুক্রবার, ১২ র্মাচ ২০২১ঃ কারিগরি জটিলতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনলাইন আবেদন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা থেকে এটি বন্ধ রয়েছে। আগামী রোববার রাত ৮টার দিকে পুনরায় ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহলুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত এক লাখ পাঁচ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বর্তমান সিস্টেমে প্রচণ্ড চাপের কারণে আবেদনকারী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, দুর্ভোগ কমানোর উদ্দেশ্যে আরও দুইটি সার্ভার স্থাপনের কাজ আজ থেকে আগামী রোববার রাত ৮টা পর্যন্ত চলবে। এ সময় ভর্তির আবেদন গ্রহণ স্থগিত থাকবে। পরবর্তীতে ভর্তি আবেদনের ও টাকা জমা দেওয়ার শেষ তারিখ সমন্বয় করা হবে।