Wed. Oct 15th, 2025
Advertisements


খােলাবাজার২৪,রবিবার,১৪ র্মাচ ২০২১ঃ সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড এবং রিনাইসেন্স ঢাকা গুলশান হোটেলের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায় প্রধান মোঃ ফজলুর রহমান চৌধুরী এবং রিনাইসেন্স ঢাকা গুলশান হোটেলের জেনারেল ম্যানেজার জনাব আজিম শাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

যমুনা ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ১টি কিনলে ১টিতে ইঙএঙ অফারের সেট মেনুতে দুপুরে এবং রাতের বুফেতে বাহার মালটি কুজিইনুতে সুবিধাটি পাবে। সপ্তাহান্তে খাবার ও amp,Bevrage, স্প্রা এবং সেলুনে ১০% ছাড়ের পাশাপাশি যমুনা ব্যাংক ক্রেডিট কার্ডধারীদের জন্য খাবার ও পানীয়গুলিতে থাকছে ৫% ছাড়।