Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার ,৩০ র্মাচ ২০২১ঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সিনিয়র অফিসার (এমঅ্যান্ডই, মামনি এমএনসিএসপি)।

যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন ম্যানেজমেন্ট/ পরিসংখ্যান/ পাবলিক হেলথ/ সোশ্যাল সায়েন্স / আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং অথবা এ জাতীয় যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে পূর্ণ অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজিতে যোগাযোগদক্ষতা ও দলবদ্ধভাবে কাজের মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে (https://stcuk.taleo.net/careersection/ex/jobdetail.ftl?job=2100028V) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩ এপ্রিল, ২০২১।