খােলাবাজার২৪, মঙ্গলবার, ২০এপ্রিল ২০২১ঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ের জামাই দিলশাদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। ব্যাংক এর ৭২১তম বোর্ড সভায় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। গত ১৯.০৪.২০২১ তারিখে অনুষ্ঠিত ৭২১তম বোর্ড সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, পরিচালক কাশেম হুমায়ুন, ড. মোঃ ফরজ আলী, কে,এম,এন মঞ্জুরুল হক লাবলু, খোন্দকার ফজলে রশীদ, তানজিনা ঈসমাইল, মফিজ উদ্দিন আহমেদ ও পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক এ, কে, এম ফজলুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মোঃ ওয়ালী উল্লাহ, কোম্পানি সচিব খন্দকার সাজেদুল হক।
সভায় ব্যাংকের নিয়মিত কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয় এবং ব্যাংকিং সেবাকে সচল রাখার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বোর্ড সভায় দোয়া পরিচালনা করেন অগ্রণী ব্যাংক এর প্রধান কার্যালয়ের নামাজ ঘরের পেশ ইমাম।