Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার২৪,বুধবার,০১ সেপটেম্বর,২০২১ঃ সম্প্রতি ডিজিটাল প্লাটর্ফম ব্যবহার করে ২০২১-২২ অর্থ বছরের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক কোভিড-১৯-এর জন্য নির্ধারিত এসএমই প্রণোদনা প্যাকেজ, এসএমই ও নারী উদ্যোক্তা বিনিয়োগ মূল্যায়ন এবং কৃষি বিনিয়োগ বিতরণের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত সেমিনারের উদ্বোধন করেন।এই সেমিনারে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল আজিজ, উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাসুদুর রহমান শাহ, ব্যাংকের সকল আঞ্চলিক প্রধান, এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান এবং বিভিন্ন শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন। সেমিনারে এসএমই, নারী উদ্যোক্তা এবং কৃষি বিনিয়োগ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্নদিক-নির্দেশনা প্রদান করা হয়।