Sun. Oct 19th, 2025
Advertisements


খোলাবাজার২৪, শনিবার,০২ অক্টোবর ২০২১: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শনিবার (২ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, জিয়াউদ্দিন বাবলু ছিলেন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একজন স্বজ্জন ও মেধাবী রাজনীতিক।

তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তিনি রাজনৈতিক সমালোচনায় অত্যন্ত সংযত ভাষা ব্যবহার করতেন যা আজকের রাজনীতিতে খুবই বিরল। বাংলাদেশের রাজনীতির আকাশের এক নক্ষত্র বাবলু’র মৃত্যুতে শূণ্যতা সৃষ্টি হলো। তিনি বেচে থাকবেন তার কল্যাণময় কর্মের মাঝে।