Sat. Oct 18th, 2025
Advertisements

খোলাবাজার২৪, শনিবার,০২ অক্টোবর ২০২১: এম লতিফ হাসান গত ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে যোগদান করেছেন। স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডে হেড অব ক্রেডিটরিস্ক ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পূর্বে তিনি সিটি ব্যাংক এনএ বাংলাদেশ এবং প্রাইম ব্যাংকেও কর্মরত ছিলেন। হাসান তার সুদীর্ঘ প্রায় ২৭ বছরের কর্মময় জীবনে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, হেড অব বিজনেস, হেড অব এক্সপোর্ট ফাইন্যান্স, হেড অব ক্রেডিটরিস্ক ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।এছাড়াও তিনি BASEL II ও বাস্তবায়ন কোর কমিটি এবং এনবি আরের অধীনে ট্যাক্স রিফর্ম কমিটির সদস্য ছিলেন।যুক্তরাস্ট্রেরও মেগা পারফরমেন্স থেকে সিএসএ (ক্রেডিটস্কিল অ্যাসেসমেন্ট) সার্টিফাইড,  হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  স্নাতকোত্তর সম্পন্নকরে পরবর্তিতে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিএ সম্পন্ন করেন এবং তিনি দেশে ও বিদেশে অসংখ্য সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন।