খোলাবাজার২৪, বৃহস্পতিবার,০৪নভেম্বর,২০২১: চট্টগ্রাম বন্দরে শিপ হ্যান্ডেলিং অপারেটরের দরপত্র ছাড়াই কাজ করে যাচ্ছে সি এন্টারপ্রাইজ লিমিটেড সহ মোট ৮টি প্রতিষ্ঠানের এই সিন্ডিকেট। গত ০৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে যুগান্তর সহ বিভিন্ন পত্রিকা শিব হ্যান্ডেলিং অপারেটর এনলিস্টমেন্ট টেন্ডার আহ্বান করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই টেন্ডারকে বাধাগ্রস্ত করতে সি এন্টারপ্রাইজ লিমিটেড, এনসিয়েন্ট ট্রেডার্স লিমিটেড,বর্নালী কর্পোরেশন,ফিলিট ইন্টারন্যাশনাল, ইউনিয়ন ট্রেডার্স, এসোসিয়েট ট্রেডার্স এন্ড মেরিনার্স লি. নবাভ এন্ড কোম্পানি, এএসএল স্টিভেডর এন্ড লজিস্টিক লি. হাইকোর্টে রিট করে টেন্ডারে স্থগিতাদেশ করান। যা আবার চ্যালেঞ্জ করে হক চৌধুরী এন্ড সন্স সহ মোট ৫টি প্রতিষ্ঠান আপিল করেন এবং এপিলাইড ডিবিশনের বিচারপতি এনায়েত উর রহমান এবং মোস্তাফিজ উর রহমানের যৌথ বেঞ্চে, ২ নভেম্বর ২০২১ উম্মুক্ত দরপত্রের নির্দেশনা প্রদান করেন। এভাবে সি এন্টারপ্রাইজ লিমিটেড সিন্ডিকেটরা কখনো হাইকোর্ট আবার কখনো বা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের যোগসজযেগে ,কর্তৃপক্ষকে জিম্মি করে একচেটিয়া ভাবে প্রায় ১১ বছর যাবৎ কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে কাজ করে যাচ্ছে।যাতেকরে আমদানি কারকগন ক্ষতিগ্রস্থ হচ্ছে,পন্য খালাসে অতিরিক্ত দর এবং জাহাজ খালাসে বিলম্ব হচ্ছে।এছাড়াও প্রকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো দরপত্র আহ্বানে অংশ নেয়ার নিশ্চয়তা এবং কাজ করার সমান সুযোগ চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে।