Mon. Oct 20th, 2025
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ২১ই মার্চ, ২০২২ঃ এক্সিম ব্যাংকের গ্রাহক, নির্বাহী ও কর্মকর্তাবৃন্দকে উন্নত সেবাগ্রহনে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড বগুড়ার মম ইন হোটেল অ্যান্ড রিসোর্ট এবং বিসিএল এভিয়েশন (হেলিকপ্টার সার্ভিস) এর সাথে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং মম ইন হোটেল এন্ড রিসোর্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জুয়েল খান।

এই চুক্তি স্বাক্ষরের ফলে এক্সিম ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংকের ডেবিট ও ইসলামিক ইনভেস্টমেন্ট কার্ড ব্যবহারকারী গ্রাহকবৃন্দ মম ইন হোটেল অ্যান্ড রিসোর্টে বছরব্যাপী রুম বুকিং এর ক্ষেত্রে ৫০% এবং হেলিকপ্টার সার্ভিসের ক্ষেত্রে ১০% ডিস্কাউন্ট সুবিধা পাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন, মোঃ হুমায়ুন কবীর এবং শাহ্ মোঃ আব্দুল বারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্র্ধ্বতন নির্বাহীবৃন্দ।