Sat. Oct 18th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার, বুধবার, ১ ডিসেম্বর, ২০২২: শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) উদ্বোধন কর্যক্রমটি অনুষ্ঠিত হয়। আউটলেটগুলো হলো, শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজারে, সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী গাজীর বাজারে এবং নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহুরুল হক, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মোহাম্মদ মছউদুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

অন্যরকম