Thu. Oct 16th, 2025
Advertisements

২৬ ফেব্রুয়ারি, খোলা বাজার অনলাইন ডেস্কঃ শরীয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের জুবিলী রোড শাখা নতুন ঠিকানা- সুপ্রীম জুবিলী টাওয়ার, ২১৫, জুবিলী রোড, হোটেল টাওয়ার ইন সংলগ্ন, কোতোয়ালী, চট্টগ্রামে স্থানান্তরিত হয়েছে।

রবিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী নতুন ভবনে স্থানান্তরিত শাখার কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের চট্টগ্রাম উত্তরের আঞ্চলিক প্রধান ও ইভিপি মোহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান ও ইভিপি মোহাম্মদ কামাল উদ্দিন, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান ও এসভিপি কে. বি. এম ইসমাইল চৌধুরী, জুবিলী রোড শাখার ব্যবস্থাপক ও এসভিপি আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ¦ মোঃ সালামত আলী, জুবিলী রোড মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ, জাফরী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আফতাব হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।