Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১৩ মার্চ, খোলা বাজার অনলাইন ডেস্কঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ১২ মার্চ ২০২৩, রবিবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম মাহবুব মোর্শেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বরিশাল জোনপ্রধান মোঃ আবদুস সোবহান। সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।