Tue. Oct 21st, 2025
Advertisements
খলিলুর রহমান খলিল, রংপুর প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
 কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।
বেরোবি আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে পাঠদানের জন্য আউটকাম বেসড এডুকেশন কারিকুলামের বিকল্প নেই। তিনি আরো বলেন, বর্তমান সময়ের সাথে সঙ্গতি রেখে শিক্ষার্থীদের জন্য ওবিই কারিকুলামের আলোকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ঢেলে সাজাতে হবে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. সুকুমার সাহা। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বেরোবি আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক মোঃ শরিফুল ইসলাম ও ড. মোঃ আব্দুল লতিফ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন।