Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

০৯আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম বলেছেন, জ্বালানির দায়িত্বশীল ব্যবহার করতে সচেতনতা বাড়াতে হবে। সরবরাহ চেইনে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ি হতে হবে। কৃষিতে পানির ব্যবহার কমাতে পারলে বিদ্যুৎ ও জ্বালানির খরচ কমবে।

উপদেষ্টা আজ অনলাইনে ‘জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর অদম্য সাহস পরিকল্পিত বাংলাদেশ গঠনে সহায়তা করেছে। ৯ আগষ্ট ১৯৭৫ সালে ক্রয়কৃত ৫টি গ্যাসক্ষেত্র দেশের জ্বালানি নিরাপত্তায় কার্যকর অবদান রাখছে। সমুদ্র আইন এ অঞ্চলে প্রথম করা হয়েছিল যা সমুদ্রে আমাদের অধিকার নিশ্চিত করেছে।  তিনি বলেন, ফ্লেক্সিবল পরিকল্পনা নিতে হবে যাতে বৈরী পরিস্থিতি মোকাবেলা করা যেতে পারে। নির্ভরশীলতা কমাতে জ্বালানির বহুমূখীতা বাড়াতে হবে। অনুসন্ধান কার্যক্রম নিয়ে আরো সতর্ক হওয়া প্রয়োজন সমুদ্রে অনেককে দায়িত্ব দেয়া হলেও ফলপ্রসু কিছু পাওয়া যায়নি। ২০৪১ সালে উন্নত-সভ্য-মানবিক দেশ গড়তে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করা আবশ্যক।

উল্লেখ্য যে, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ০৬টি গ্যাস ক্ষেত্র বৃদ্ধি পেয়েছে। গ্যাস সঞ্চালন পাইপলাইন বৃদ্ধি পেয়ে হয়েছে ৩,৬২৫ কি:মি:, জ্বালানি তেল পাইপলাইন নতুন কার্যক্রম-৬২৪ কি:মি:, তেল মজুদ ক্ষমতা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩.০৯ লক্ষ মেট্রিক টন, গ্যাস সরবরাহ বৃদ্ধি পেয়ে হয়েছে ১,২৫৬ এমএমসিএফডি, ০৪টি নতুন রিগ ক্রয় ও পুনর্বাসন-০১টি, সরকারীভাবে পেট্রোলিয়াম পণ্য সরবরাহ বৃদ্ধি ৪০.১৬ লক্ষ মেট্রিক টন ও এলপিজি সরবরাহ বৃদ্ধি পেয়েছে ৩১ গুণ। অফশোর বিডিং রাউন্ড এর জন্য মডেল পিএসসি চূড়ান্ত করা হয়েছে। শীঘ্রই বিডিং রাউন্ড শুরু করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, এনার্জি এন্ড পাওয়ার এর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনোয়ার হোসেন ভুঁইয়া।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো: খায়েরুজ্জামান মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম ওয়াসিকা আয়শা খান, এমপি, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান, বিপিসি’র চেয়ারম্যান এ বি এম আজাদ এনডিসি, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন।