Tue. Jul 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২১আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় বন্ধ হয়ে পড়া ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সাড়ে ১১ ঘণ্টা পর সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

ত্রিশালের ফাতেমা নগর রেলওয়ে স্টেশনের মাস্টার আলমগীর হোসেন জানান, দুর্ঘটনাস্থলের লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে রোববার (২০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগির ১০টি চাকা লাইনচ্যুত হয়। ত্রিশালের ফাতেমা নগর এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপার এসএম নাজমুল হক খান বলেন, ‘জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮ টা ০৭ মিনিটে ছেড়ে যায়। ত্রিশালের ফাতেমা নগর স্টেশন ছেড়ে ঢাকার দিকে যাওয়ার পথে রাত পৌনে ৯টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে মশাখালী স্টেশনে ব্র‏হ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছিল।

এ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল পাঠায় রেলওয়ে। ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, ‘ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ করে।’

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলেও কোনো হতাহত হয়নি।’