Tue. Oct 21st, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : পরিবেশ বান্ধব প্রকল্পে বিনিয়োগের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গঠন করা পুনঃ অর্থায়ন স্কিমে ৪ শত কোটি টাকার তহবিলে অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ ব্যাংক এবং এক্সিম ব্যাংকের মধ্যে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ (জানুয়ারি ২৪, ২০২৪) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।