Sun. Nov 2nd, 2025
Advertisements

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনী মহিপালে হত্যার ঘটনায় নয়টি মামলার এজাহারনামীয় পলাতক আসামী সফিকুল ইসলাম সম্রাট’কে ১০ অক্টোবর মধ্যরাতে চট্টগ্রাম হালিশহর থেকে গ্রেফতার করেন ফেনী ডিবিপুলিশ।

গ্রেফতার আসামি হলেন, ফেনী সদর উপজেলার ১নং শশর্দী ইউনিয়নের উত্তর জাহানপুর (পাটোয়ারী বাড়ীর) খুরশিদ আলমের ছেলে সফিকুল ইসলাম সম্রাট (২৮)।গ্রেফতারকৃত সম্রাট ০১নং শশর্দী ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানাযায়, গত ০৪/০৮/২০২৪ইং তারিখে ঘটনার সিসিটিভি ফুটেজে উক্ত গ্রেফতারকৃত আসামীকে ঘটনার সহিত জড়িত মর্মে দেখা যায়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে উক্ত ঘটনার হত্যাকান্ডের সহিত জড়িত ছিল মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।