Sun. Nov 2nd, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেক্সঃ উত্তরায় ভালুকা সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভিন্নধর্মী কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার ১ নব্যর সকাল ১১টায় ‘সুগন্ধা পয়েন্ট’ থেকে শুরু হয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয় এ পরিবেশ সচেতনতা কার্যক্রম।

প্রায় ১২০ সদস্যের একটি দল বিভক্ত হয়ে সৈকতের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য নিজের হাতে পরিষ্কার করেন। এসময় তারা স্থানীয় মানুষ ও পর্যটকদের পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতা রক্ষায় উদ্বুদ্ধ করেন।

সমিতির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রহিম বলেন, “উত্তরা ভালুকা সমিতি সবসময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে। কক্সবাজার থেকে শুরু করে ‘দেশ বাঁচাও, পরিবেশ বাঁচাও’ এই স্লোগান নিয়ে আমরা দেশে ও বিদেশে পরিবেশ রক্ষায় কাজ করে যাব।”

তিনি আরও সরকারের পরিবেশ অধিদপ্তর ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান, যাতে তারা উত্তরা ভালুকা সমিতির পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা প্রদান করেন, যাতে সংগঠনটি আরও কার্যকরভাবে দেশের পরিবেশ রক্ষায় কাজ করতে পারে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন —
সমিতির সভাপতি আতিক উল্লাহ বাহার সোহেল,সাধারণ সম্পাদক নাইমুল করিম জান্নাত,দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন,কায়ছার আহমেদ কাজল, রফিক নিজামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।