Thu. Oct 16th, 2025
Advertisements

বায়েজিদ মাহমুদ (যশোর) ; বেনাপোল সিমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শেরপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও শেরপুর আইনজিবি পরিষদের পি.পি চন্দ্রপাল’কে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস আই।
বুধবার বিকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশের সময় গোপন তথ্যের ভিত্তিতে এন এস আই সদস্যরা তাকে আটক করে।
আটক চন্দ্রপাল শেরপুর জেলার সদর উপজেলার দ্বিজেন্দ্র চন্দ্রপাল এর ছেলে। তার বিরুদ্ধ্যে শেরপুর থানায় গত ১২/০৮/২০২৪ তারিখে ১৪৩/৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, শেরপুর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও শেরপুর আইনজিবি পরিষদের পি.পি চন্দ্রপাল এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবেন।
এমন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস আই চন্দ্রপালকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। আমরা শেরপুর থানায় বিষয়টি জানিয়েছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।