Thu. Oct 16th, 2025
Advertisements

নীলফামারী প্রতিনিধি :“সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নীলফামারীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দীক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ, জেলা প্রবেশন অফিসার মো ফরহাদ হোসেন, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. ফিরোজ সরকার, সমাজসেবা অফিসার (রেজি) শাহানাজ পারভীন। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা ও স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাদা ছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন চলাচল, নিরাপত্তা ও মর্যাদার প্রতীক। তাই সমাজে দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরন করেন।