Mon. Oct 20th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেক্স: গত ১৯ অক্টোবর, রবিবার বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদ সভাকক্ষে “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে দুই সপ্তাহব্যাপী ঋণ ও বিনিয়োগ সেবা পক্ষ-এর উদ্বোধন করা হয়েছে।বিএইচবিএফসি  পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম দু’জন সম্মানিত ঋণগ্রহীতাকে তাৎক্ষণিক সেবা প্রদানের মধ্যদিয়ে সেবা পক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম ও উদ্বোধন ঘোষণা করেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূর আলম সরদার, এবং সদর দপ্তর ভবনে কর্মরত ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। বিএইচবিএফসি’র মাঠ পর্যায়ের সকল জোনাল ও শাখা অফিসের ব্যবস্থাপকবৃন্দ ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

বিএইচবিএফসি’র সর্বপ্রকার সেবা, ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে তরুণদের অগ্রাধিকার প্রদানের বিষয়টি  মূল উপজীব্য করে এ সেবা পক্ষ পালন করা হচ্ছে। অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অথিতিবৃন্দ  এবং ব্যবস্থাপনা পরিচালক গ্রাহক-বান্ধব সেবা ব্যবস্থা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন।