Tue. Oct 21st, 2025
Advertisements

পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ৭ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতারা বলেন, শিক্ষা সংস্কার ও শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি যুগোপযোগী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তারা আরও উল্লেখ করেন, অতীতের বৈষম্যমূলক নীতি ও অব্যবস্থাপনা দেশের শিক্ষা কাঠামোকে দুর্বল করেছে, যা সংস্কারের মাধ্যমে সংশোধন জরুরি।
দাবিগুলোর মধ্যে রয়েছে বাড়ি ভাতা ৪৫% করা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ, শতভাগ উৎসব ভাতা প্রদান, ১,০৮৯ ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তকরণ, নন-এমপিও শিক্ষকদের চাকরি ও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, অবসরপ্রাপ্তদের বকেয়া ভাতা পরিশোধ, স্বৈরাচার আমলে বঞ্চিত শিক্ষকদের পাওনা পরিশোধ।
স্মারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও মাননীয় শিক্ষা উপদেষ্টার বরাবর পাঠানো হয়।