Tue. Nov 11th, 2025
Advertisements

আবুল হাসনাত তুহিন ফেনী: ফেনীতে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা নিযে যাত্রা শুরু করলো চার তারকা মানের গোল্ডেন প্যালেস হোটেল, রেষ্টুরেন্ট এন্ড কনভেনশন হল। সোমবার সকালে ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত হোটেলটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনির উদ্দিন খান সেলিম পাঠান। পরিচালক (প্রশাসন) কপিল মাহমুদের সঞ্চলনায় ও এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল গোফরান বাচ্ছু,একরামুল হক ভূইয়া,ম্যানেজিং ডিরেক্টর, হারুন উর রশিদ ,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর,
গোলাম মর্তুজা টিপু , এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুল ইসলাম শাওন, ফিন্যান্স ডিরেক্টর খাইরুল হাসান ফয়সাল ,ডিরেক্টর, আলতাফ হোসেন প্রমূখ। এসময় হোটেলের শেয়ার হোল্ডার, পরিচালকবৃন্দ এবং ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান একরামুল হক একরাম।
হোটেল কর্তৃপক্ষ জানান, ফোর স্টার মানের এই হোটেলটিতে ৩৩ টি শিতাতপ নিয়ন্ত্রিত অধ্যাধুনিক আবাসিক কক্ষ,সুবিশার কনভেনশন হল, রেষ্টুরেন্ট, ক্যাপে প্রশস্ত লবি রয়েছে। উদ্বোধন উপলক্ষে রেষ্টুরেন্টের বুফেতে মাত্র ৭৯৯ টাকায় পরিবেশন করা হচ্ছে ৮০ পদেও বাহরী আইটেম। এছাড়া অনন্য খাবারে ২০ তারিখ পর্যন্ত ২০% ছাড় ও আবাসিকে ৩০ % ছাড় দেয়া হচ্ছে। আপনাদের আমন্ত্রণ রইল।