
খোলাবাজার অনলাইন ডেস্ক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার ১০ নভেম্বর ২০২৫, সোমবার ব্যাংকের গুলশান শাখার গ্রাহকদের সাথে মতবিনিময় করেন। এ সময় অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, ব্যাংকের এসইভিপি মোঃ মাসুদ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের বিভিন্ন চাহিদা ও অসুবিধার কথা আন্তরিকতার সাথে শুনে সেবিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের সিদ্ধান্তসমূহ জানিয়ে তাদেরকে আশ^স্ত করেন। তিনি বলেন, এই ব্যাংকের গ্রাহকদের আমানত এখন সরকার ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সুরক্ষিত ও নিরাপদ রয়েছে। তিনি গ্রাহকদের আতঙ্কিত না হয়ে আস্থার সাথে এ ব্যাংকে সকল ধরনের লেনদেন করার আহ্বান জানান। মতবিনিময় সভায় গ্রাহকরাও এই ব্যাংকের সাথে তাদের দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতা, ব্যাংকের সেবার মান ও কর্মকর্তাদের পেশাদার আচরনের কথা স্বীকার করে ভবিষ্যতেও এই ব্যাংকের সাথে লেনদেনসহ সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


