
মোঃ ফরিদুল ইসলাম দুবাই প্রতিনিধিঃ ফিটনেস চ্যালেঞ্জের নবম আসর অনুষ্ঠিত হচ্ছে এ বছরের নভেম্বরের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত। দুবাইয়ে বসবাসকারী ও ভ্রমণে আসা লোকজন এ চ্যালেঞ্জে অংশ নিতে পারবে। প্রতিদিন ৩০ মিনিট করে ৩০ দিন ফিটনেস কার্যক্রমে অংশগ্রহণ করা এ আয়োজনের অন্যতম লক্ষ্য। বিভিন্ন রকম ফিটনেস কার্যক্রম রয়েছে।অংশগ্রহণকারীরা নিজেরাই নিজেদের চ্যালেঞ্জ বেছে নিবে।
স্পোর্টস ভিলেজ, জাবিল পার্ক, আল ওয়ারকা পার্ক, কাইট বিচ ছাড়াও রয়েছে ৩০ টি কমিউনিটি হাব যেখানে ফিটনেস চ্যালেঞ্জের কার্যক্রমে লোকজন অংশ নিতে পারবে। বিচ ক্রিকেট, ভলিবল, ফুটবল, স্কেট বোর্ডিং, বাস্কেটবল, সাইক্লিং, দৌড় ও ইয়োগাসহ বিভিন্নরকম ফিটনেস কার্যক্রম এর অন্তর্ভুক্ত।
বড় কয়েকটি ইভেন্ট হলো দুবাই রাইড (২ নভেম্বর ), স্ট্যান্ড আপ প্যাডেল (দাঁড়িয়ে ছোট নৌকা চালানো) ৮ ও ৯ নভেম্বর, দুবাই রান (২৩ নভেম্বর) ও দুবাই ইয়োগা (৩০ নভেম্বর )। এগুলোর মধ্যে দুবাই রান হলো সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট। ২০২৪ সালে ২ লক্ষ ৭৮ হাজার লোক এতে অংশ নিয়েছিল। এ বছর সংখ্যাটা আরও বাড়বে।
দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুমের প্রত্যক্ষ প্রণোদনায় এ ফিটনেস চ্যালেঞ্জ বাস্তবায়ন করে দুবাই ইকোনমি ও ট্যুরিজম বিভাগ এবং দুবাই স্পোর্টস কাউন্সিল।
একটি সুস্থ ও কর্মক্ষম কমিউনিটি গড়ে তোলা ও সামাজিক বন্ধন দৃঢ় করাই হলো এ চ্যালেঞ্জের অন্যতম উদ্দেশ্য। দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিরাও বিপুল উদ্যমে প্রতি বছর এ চ্যালেঞ্জে অংশ নেয়।


