
মোঃ ফরিদুল ইসলাম দুবাই প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাত গাজা উপত্যকায় সহায়তার জন্য পরিচালিত করছে “অপারেশন চিভালরাস নাইট ৩”। এর অংশ হিসেবে গতকাল ২৪৪তম সাহায্য কনভয় গাজা উপত্যকায় প্রবেশ করেছে। গাজার এতিমদের সহায়তা এবং তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য ২২টি ট্রাকে করে ৪২৬ টন সহায়তা সামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে ছিল শিশুদের জন্য নতুন পোশাক, খাদ্য সামগ্রী ও আশ্রয়ের উপকরণ।
গত রমজানে এ উদ্যোগটি গ্রহণ করেন আরব আমিরাতের অন্যতম স্টেট শারজাহ এর শাসক ড. শেখ সুলতান মোহাম্মদ আল কাসিমী এর স্ত্রী, দ্য বিগ হার্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং ইউএনএইচসিআর-এর শরণার্থী শিশুদের জন্য নিয়োজিত এমিনেন্ট অ্যাডভোকেট শেইখা জওয়াহের বিনতে মোহাম্মদ আল কাসিমী।
সংযুক্ত আরব আমিরাতের বিজ্ঞ নেতৃত্বের নির্দেশ অনুসারে দুই বছরেরও বেশি সময় আগে শুরু হওয়া এই অভিযানটি গাজার জনগণের জন্য খাদ্য, ওষুধ, আশ্রয় সামগ্রী, স্বাস্থ্যসেবা পরিষেবা এবং মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আজ পর্যন্ত, এই অভিযানটি ১০০,০০০ টনেরও বেশি সাহায্য সরবরাহ করেছে। এ উদ্যোগ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং সম্ভাব্য সকল উপায়ে তাদের দুর্দশা লাঘবে সংযুক্ত আরব আমিরাতের দৃঢ় অবস্থানকে পুনরায় নিশ্চিত করে।


