Wed. Nov 19th, 2025
Advertisements

আবুল হাসনাত তুহিন ফেনী: সৎ এবং মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভুইয়া উপজেলার ৮নং জায়লস্কর ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি ভোটার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে ডা.ফখরুদ্দিন মানিক এ-ই কথা বলেন।

খুশিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি আরো বলেন, “অসৎ নেতৃত্বের কারণে সরকার থেকে বরাদ্দ পেলেও গ্রামাঞ্চলের মানুষরা অনেক সময় অবহেলিত থাকে। সঠিক বিচারব্যবস্থা না থাকায় মানুষকে জজকোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত ঘুরতে হয়। সমাজের নেতৃত্ব সঠিকভাবে কাজ করলে কাউকে অবহেলার শিকার হতে হতো না। “জনগণ সৎ সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারলে ভবিষ্যতে অসৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকবে না। আমরা আপনাদের সাথে নিয়ে সৎ এবং মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দূর্নীতি মুক্ত করবো,ইনশাল্লাহ।

স্থানীয় আব্দুল গফুর মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াত মনোনীত দাগনভুইয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিশিষ্ট ব্যাবসায়ী মেজবাহ উদ্দিন সাঈদ, ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম,ইউনিয়ন সেক্রেটারী ফখরুল ইসলাম মামুন, জামায়াত মাও ওয়ালী উল্লাহ, কামাল হোসেন,আবুল বাশার সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।সমাবেশে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।