Sun. Nov 2nd, 2025
Advertisements


খোলাবাজার অনলাইন ডেস্ক : শেখ হাসিনা আন্তঃ ব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪- এ অংশগ্রহণের জন্য নিজেদের ফুটবল টিমের জার্সি উন্মোচন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৩ মে আয়োজিত এক অনুষ্ঠানে ফুটবল টিমের জার্সি উন্মোচন করেন। এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ, জনাব আব্দুল হান্নান খান ও জনাব মোহাম্মদ হাবীবুর রহমান ফুটবল টিমের সদস্যদের সাথে নিয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান সহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।