Sun. Nov 2nd, 2025
Advertisements

 

পিরোজপুর প্রতিনিধি এম. আবুল হোসেন দুলাল: আজ রাত ৩টার দিকে সদর উপজেলার কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৪ শিশুসহ দুই পরিবারের মোট ৮ জন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে ও প্রত্যক্ষ দর্শীদের কাছে জানা যায়, রাত ৩ টার দিকে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খালে পরে যায় এবং প্রাইভেট কারের আট জনই নিহত হয়। আরও জানা যায় আঁকাবাকা রাস্তা হওয়ার কারনে ড্রাইভার ঘুম ঘম চোখে গাড়ি চালানোর কারনে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পরে যায়।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এসময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দ্রুততম সময়ে আঁকাবাকা রাস্তার পাশে পিলার বসিয়ে এবং সিসি ক্যামেরা লাগিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কথা বলেন।

নিহতরা হলেন:—পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লা (৩), অপর ছেলে শাহাদত (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম গণমাধ্যমকে বলেন, বুধবার রাত ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, আজ রাত ৩টায় খালে গাড়ি পড়ে যাওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও একটি ইউনিট সেখানে গিয়ে যুক্ত হয়। গাড়িতে থাকা মোট ৮টি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গাড়িতে থাকা সবাই মারা গেছেন।

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খোলাবাজারকে বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গাড়িতে থাকা ৮ জনই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাড়িতে থাকা আব্দুল মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যদের ঠিকানা খোঁজা হচ্ছে।

তিনি আরও বলেন, তবে প্রাইভেটকারটি কোথা থেকে এসেছিল, আর কোথায় যাচ্ছিল সেই তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে রাখা আছে।