Wed. Nov 19th, 2025
Advertisements

মোঃ মাহাবুব আলম স্টাফ রিপোর্টারঃ রুদ্র বাংলার সম্মাননা পদক ২০২৫ খোলা বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুব আলমকে সম্মাননা প্রদান ১৫ নভেম্বর ২০২৫: বিকাল চার টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ২২/১ সেগুনবাগিচা রোড, ঢাকা ১০০০-এ অনুষ্ঠিত হলো রুদ্র বাংলা সম্মাননা পদক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে জাতীয় দৈনিক খোলা বাজার পত্রিকায় তার অবদান স্বীকৃতির জন্য স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুব আলমকে সম্মাননা পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুদ্র বাংলার সম্পাদক মোঃ মতিউর রহমান। তিনি তার বক্তৃতায় বলেন, “সাংবাদিকতা একটি কঠিন ও দায়িত্বশীল পেশা। প্রতিদিনের সংবাদ সংগ্রহ এবং সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজকের এই পদক প্রদান অনুষ্ঠানে আমরা সেইসব সাংবাদিকদের সম্মানিত করছি, যারা তাদের কাজের মাধ্যমে জনগণের কল্যাণে অবদান রেখেছেন।”

প্রসঙ্গত, মোঃ মাহাবুব আলম খোলা বাজার পত্রিকায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। তার লেখনীর মাধ্যমে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উন্মোচন করেছেন এবং পত্রিকার পাঠকদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। বিশেষ করে তার প্রতিবেদনগুলো প্রভাবশালী এবং তথ্যসমৃদ্ধ হওয়ার কারণে তিনি সাংবাদিকতার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য স্থান দখল করেছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সুমধুর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ধরনের সম্মাননা পদক ভবিষ্যতে আরও সাংবাদিকদের অনুপ্রাণিত করবে এবং সাংবাদিকতা পেশায় অবদান রাখার ক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের আয়োজকরা।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই মাহাবুব আলমকে তার সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং তার ভবিষ্যত সফলতা কামনা করেন।