Wed. Nov 19th, 2025
Advertisements

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী প্রতিনিধিঃ শরীরে কাফনের সাদা কাপড় জড়িয়ে পটুয়াখালীতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পথরোধ করে বিক্ষোভ করেছেন জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কাজিরহাট ব্রিজ এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
রুহুল কবির রিজভী পটুয়াখালীতে এক অসহায় পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিতে গেলে তার আগমনের খবর পেয়ে বিক্ষুব্ধ যুবদল নেতাকর্মীরা ব্রিজের ওপর অবস্থান নেন। এ সময় তারা পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. রিমানুল ইসলাম রিমুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন এবং সড়কে শুয়ে পড়ে কর্মসূচি পালন করেন।
নেতাকর্মীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের পরবর্তী একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ সিদ্ধান্তে রিমুকে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘদিন ধরেই তার সমর্থকরা এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।
সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ বলেন, “হিমু ভাই আমাদের ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের সঙ্গী। এমন ত্যাগী নেতাকে ছাড়া আগামী নির্বাচনে যুবদল দুর্বল হয়ে পড়বে। আমরা তাকে ফিরে পেতে চাই।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রুহুল কবির রিজভী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আমি এখানে মানবিক কাজের জন্য এসেছি, সাংগঠনিক কোনো কাজে নয়। তবে বিষয়টি দলীয়ভাবে পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।”
রিজভীর আশ্বাসের পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক থেকে সরে যান এবং ব্রিজ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।