Sunday , April 19 2020
ব্রেকিং নিউজ :

Home / জাতীয় / ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি : ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি : ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

খোলাবাজার ২৪,মঙ্গলবার,৩০জুলাই,২০১৯ঃ ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করেছেন চরমোনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা বায়তুল মোকাররম মসজিদের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এরপর বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

‘ভারতে অব্যাহত মুসলিম নির্যাতন, হত্যা এবং ইসকন ও প্রিয়া সাহার দৌরাত্ম্যের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ’ কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে জমায়েত শেষে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল শুরু করে দলটি।

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন।

ভারতে মুসলিম হত্যা বন্ধের দাবিতে গত ৫ জুলাই বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১১ জুলাই গোলটেবিল বৈঠক ও ১৩ জুলাই সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে দূতাবাস অভিমুখে গণমিছিল কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Print Friendly, PDF & Email

About kholabazar 24