Wed. Jul 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,৯সেপ্টেম্বর,২০১৯ঃ বিশ্বজুড়ে প্রতিদিনই ঘটছে অসংখ্য বিবাহ বিচ্ছেদের ঘটনা। তুচ্ছ ঘটনা থেকে শুরু করে পারিবারিক নানা কারণে ঘটছে এই বিচ্ছেদ। তারই ধারাবাহিকতায় এবার তেমনই এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটলো বিবাহ বিচ্ছেদ।

ঘটনা হলো, জরুরি প্রয়োজনে এক নারী তার স্বামীকে বহুবার মুঠোফোনে মেসেজ দেন। কিন্তু স্বামী মেসেজগুলো দেখেও কোনো উত্তর দেননি। এক পর্যায়ে স্বামীর মন গলাতে স্ত্রী হাসপাতালে আছেন বলেও স্বামীকে মেসেজ পাঠান।

ওই মেসেজে স্ত্রী লেখেন, হাব্বি; আমি সড়ক দুর্ঘটনায় এখন আইসিইউতে আছি। আমি হাসপাতালের বেডে কাতরাচ্ছি।

এই মেসেজের পরও কোন উত্তর দেননি স্বামী। তবে মেসেজগুলো সিন হয়েছে, বুঝতে পেরেছিলেন স্ত্রী। ব্যস! স্বামীর এত অবহেলা মানতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করে বসেন স্ত্রী।

আর সিঞ্চু ডিসট্রিক্ট আদালতের বিচারক ওই আবেদনের পক্ষে রায়ও দিয়েছেন। বলেছেন, ওই নারীর আবেদন যথাযথ। তাই বিবাহ বিচ্ছেদ কার্যকর করা হলো।