Wednesday , April 15 2020
ব্রেকিং নিউজ :

Home / খেলাধুলা / ইতিহাস ডাকছে বাংলাদেশকে

ইতিহাস ডাকছে বাংলাদেশকে

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,০৭নভেম্বর,২০১৯ঃ বাংলাদেশ দল চাঙ্গা, ফুরফুরে। কঠিন চাপে ভারত। হারানোর তেমন কিছু নাই টাইগারদের; পাওয়ার আছে অনেক কিছু। অপরদিকে অনেক কিছুই হারানোর আছে ভারতের। এমন পরিস্থিতিতে গুজরাটের রাজকোটে দ্বিতীয় টি-২০তে মাঠে মুখোমুখি হচ্ছে দুদল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। অপরদিকে ভারত এখন পর্যন্ত নিজেদের মাঠে মাত্র চারটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। ভারতকে তাদের মাটিতে হারানো চার দল হলো- ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

দিল্লিতে প্রথম টি-২০ ম্যাচ জিতে এবার বাংলাদেশের সামনে দারুণ সুযোগ এই তালিকায় পঞ্চম দল হওয়ার।

টি-২০ ভার্সনে বাংলাদেশ দল অতটাও শক্তিশালী নয়। তাই ভারতের মতো দলকে তাদের মটিতে হারনো বাংলাদেশের জন্য অসাধ্য সাধনের মতোই ব্যাপার। তবে এবার জড়তা কেটে গেছে নিশ্চয়ই। রাজকোটে প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়েই নামছেন টাইগাররা। জিতলেই সিরিজ জয়।

ভারত নামবে নিজেদের মান বাঁচাতে আর বাংলাদেশের সামনে সুযোগ ইতিহাস সৃষ্টি করার। এ ম্যাচে জিতলেই উপমহাদেশের প্রথম দল হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতবে মাহমুদুল্লাহ’র দল।

টেস্টে ভারত নিজেদের মাটিতে অপ্রতিরোধ্য। কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তারা গড়েছে বিশ্বরেকর্ড। অস্ট্রেলিয়ার প্রায় ১ যুগ আগের টানা ১০ সিরিজ জয়ের রেকর্ডটি ভেঙেছে কোহলির দল।

টেস্ট সিরিজ নিয়ে আপাতত নেই আলোচনা। কারণ বাংলাদেশ-ভারত লড়ছে টি-টোয়েন্টি সিরিজে। আর ফরম্যাটটা ২০ ওভারেই বলেই আশা ছিলো সমর্থকদের। সেই আশা বেড়েছে প্রথম ম্যাচে টাইগারদের দারুণ জয়ে। এখন আরেক অর্জনের হাতছানি মাহমুদুল্লাহ’র দলের সামনে। সেটা দ্বি-পাক্ষিক সিরিজে ভারতকে হারানোর।

আর ফরম্যাটটা টি-২০ বলেই যত আশা। ক্রিকেটের এই সংস্করণের সবচেয়ে জাকজমক পূর্ণ ঘরোয়া লিগ আইপিএল আয়োজন করে ভারতই। একবারের বিশ্ব চ্যাম্পিয়নও তারা। কিন্তু ঘরের মাঠে ওয়ানডেতে তাদের রেকর্ড ঈর্ষণীয় হলেও টি-টোয়েন্টি পরিসংখ্যান বলছে ভিন্ন কথা।

গেলো এক যুগে খেলা ৩৯ ম্যাচের ১৭টিতেই হেরেছে তারা। যদিও সৌরাষ্ট্র স্টেডিয়ামে খেলা ৬ বছর আগের ম্যাচটি টিম ইন্ডিয়াকে দিতে পারে প্রেরণা। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২ রান তাড়া করে জিতেছিলো তারা।

বাংলাদেশ যাবার আগেই ভারতের আতিথেয়তা নিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। টেস্টে হোয়াইটওয়াশ হওয়া প্রোটিয়ারা টি-২০ সিরিজ শেষ করে সমতায়। গেলো ফেব্রুয়ারিতে স্মিথ-ওয়ার্নারবিহীন অস্ট্রেলিয়াও ভারতকে তাদের মাটিতেই করেছিলো হোয়াইট ওয়াশ। তাই কিছুটা ব্যাকফুটে থাকা রোহিত শর্মার দলের বিপক্ষে সিরিজ জয়ের এরচেয়ে ভালো সুযোগ হয়তো আর পাওয়া যাবে না।

এর আগে বাংলাদেশ দু’বার বিদেশের মাটিতে টি-২০ সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। ২০১২ সালে আয়ারল্যান্ড এবং গেলো বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি সিরিজ জয় আছে রেকর্ডের পাতায়।

রাজকোটের সৌরাষ্ট্র স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। এখন পর্যন্ত খেলা দুই টি-২০’তে সেখানে গড় স্কোর প্রায় ১৮৯. ওয়ানডেতে যা ২৯০। সিরিজে ফিরতে মরিয়া ভারত এবার কেমন উইকেট প্রস্তুত করে তাই এখন দেখার।

Print Friendly, PDF & Email

About kholabazar 24