Wednesday , April 15 2020
ব্রেকিং নিউজ :

Home / অর্থনীতি / চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে অ্যাম্বুলেন্স প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে অ্যাম্বুলেন্স প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,০৭নভেম্বর,২০১৯ঃ গত ০৭ নভেম্বর ২০১৯ তারিখে, সাউথইস্ট ব্যাংক লিমিটেড কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) হেডকোয়ার্টারসে, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.কামাল হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর নিকট অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে, অন্যান্যদের মধ্যে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় প্রদানকৃত এই অ্যাম্বুলেন্স’টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অসুস্থতাকালীন সময়ে জরুরীভাবে হাসপাতালে স্থানান্তরে সাহায্য করবে।

Print Friendly, PDF & Email

About kholabazar 24