Wednesday , April 15 2020
ব্রেকিং নিউজ :

Home / আন্তর্জাতিক / আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহত ২১

আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহত ২১

খােলাবাজার ২৪,বুধবার,২৭নভেম্বর,২০১৯ঃ ইউরোপীয় দেশ আলবেনিয়ায় শক্তিশালী এক ভূমিকম্পে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী তিরানাসহ সংলগ্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পাঙ্কের তীব্রতা ছিল ৬ দশমিক ৪। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানাচ্ছে, স্থানীয় সময় ভোর ৪টায় ৬ দশমিক ৪ কম্পাঙ্কের ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিরানা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে। গভীরতা ছিল ১০ কিলোমিটার।

শক্তিশালী এই ভূমিকম্পের তাণ্ডবে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ধসে পড়া স্থাপনার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে। ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া লোকজনকে উদ্ধারে দমকল বাহিনীর পাশাপাশি সেনাসদস্যরাও স্থানীয়দের সহায়তা করছে।

প্রসঙ্গত, আলবেনিয়ায় গত ৪০ বছরের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৭৯ সালে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ১৩৬ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিল।

Print Friendly, PDF & Email

About kholabazar 24