Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Faqrulঢাকা: নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের আদেশের দিন আগামী রোববার ধর্য করেছেন সুপ্রিম কোর্টেল আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ তারিখ ধার্য করেন।
ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হাসেন। তার সঙ্গে ছিলেন জয়নুল আবেদীন ও সগির হোসেন লিওন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পল্টন থানায় করা পৃথক তিন মামলায় গত ২১শে জুন হাইকোর্ট মির্জা আলমগীরকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মির্জা আলমগীলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ১৩ই জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।