Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

image_1641_204629 (1)বিনােদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর আবারও অস্ট্রেলিয়া যাচ্ছেন। সেখানে তিনি ছয় মাস থাকবেন বলে জানা গেছে। এর আগে অসমাপ্ত ছবি ‘পাগল মানুষ’-এর কাজ শেষ করবেন তিনি। এ ছবিতে আরো অভিনয় করছেন নায়ক শাহের খান।
শাবনূরের শিডিউল পাওয়ায় স্বস্তি প্রকাশ করে নায়ক শাহের খান বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে আমরা ছবির শুটিং শুরু করব। এই ছবির একটি গানের কাজ বাকি আছে শাবনূর আর আমার। গত মাসে একটি আইটেম গানের শুটিং হয়েছে। আশা করি, ছবিটি শেষ করতে পারবো।’
মাত্র একটি গানের জন্য ‘পাগল মানুষ’ ছবিটি আটকে আছে অনেক দিন। তাই শাবনূর দেশে ফেরার পর থেকেই ছবিটি শেষ করার চেষ্টা করছেন প্রযোজক। এবার তিনি সফল হয়েছেন। এদিকে শুটিং শেষে ছয় মাসের সফরে অস্ট্রেলিয়া যাবেন শাবনূর আর এই সফরে তার সঙ্গে থাকবে দেড় বছরের ছেলে আইজান।
২০১২ সালে ‘পাগল মানুষ’ ছবিটি পরিচালনার সময় আকস্মিক মৃত্যুবরণ করেন এম এম সরকার। এই ঘটনার দীর্ঘ বিরতির পর প্রয়াত পরিচালকের একসময়কার সহকারী বদিউল আলম খোকন নতুন করে এই ছবির কাজ শেষ করার উদ্যোগ নেন। ২০১২ সালের ২৯ ডিসেম্বর ‘পাগল মানুষ’ ছবির শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছবির পরিচালক এম এম সরকার। তাঁর সাথে দীর্ঘদিন কাজ করার সুবাদেই অবশিষ্ট কাজে হাত দিচ্ছেন পরিচালক খোকন।