ঢাকা: খেলার মাঠে ড্রোন ব্যাবহারে জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ক্ষমা চেয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট টিম। খেলোয়াড়দের খুঁটিনাটি পর্যালোচনা করতেই প্র্যাকটিসে ড্রোন বা চালকবিহীন ক্ষুদ্র বিমান উড়িয়েছিল তারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ড্রোন ব্যবহার বন্ধের অনুরোধ করায় তা নির্দ্বিধায় মেনে নিয়েছে প্রোটিয়ারা। বার্তাসংস্থা এএফপিকে পাঠানো এক ইমেইলে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি জানিয়েছেন, বাংলাদেশের আকাশসীমার কঠোর নিরাপত্তাবিষয়ক নিয়ম সম্পর্কে আমরা অবগত ছিলাম না। জানার সঙ্গে-সঙ্গে আমরা যন্ত্রটার ব্যবহার বন্ধ করে দিয়েছি।
এ কারণে কোন ধরণের সমস্যা হলে তার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তাবিষয়ক সংস্থার কাছে ক্ষমা চাইছি। বুধবার বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার প্রথম প্র্যাকটিসে ড্রোনের ব্যবহার সবার মনে বিস্ময়ের জন্মই দিয়েছিল। আগের দিন ফ্লাইট বিড়ম্বনা সয়ে বাংলাদেশে এসেছে দক্ষিণ অফ্রিকা ক্রিকেট দল। বিশ্রাম শেষে গতকালই মিরপুর মাঠে নামে অনুশীলনে। দুপুরের কড়া রোদে অনুশীলনের শুরুতেই কাঁধে-কাঁধে হাত রেখে দলের সবাই বাংলাদেশ সফরে ভাল করতে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। এরপর গা গরম করতে ছড়িয়ে-ছিটিয়ে পড়লেন চারপাশে। কিন্তু হঠাৎ মাথার উপর উড়তে শুরু করে ছোট একটি উড়োজাহাজ।
জানা গেল, চালকবিহীন এ উড়োযানে (ড্রোন) বেশ কয়েকটি ক্যামেরা রয়েছে। ওই ড্রোনটি ঘুরতে থাকে অনুশীলনরত প্রোটিয়া ক্রিকেটারদের মাথার উপর দিয়ে। বিসিবি’র সিকিউরিটি বিভাগের এক কর্মকতা মো. আলী বলেন, এটি তারা ব্যবহার করছিল বোলারদের জন্য। বোলাররা যখন বল করবে তখন তাদের উপর থেকে ক্যামেরার মাধ্যমে সেটি ধারণ করবে। তবে নিরাপত্তার স্বার্থে তারা এটি ব্যাবহার করতে পারবে না। আমরা তাদেরকে না করে দিয়েছি যেন ড্রোন ব্যবহার না করে।