Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

82178_mehrunস্টাফ রিপোর্টার: সাংবাদিক নাজনীন আখতারের দায়ের করা মামলায় মেহেরুন বিনতে ফেরদৌসকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ মামলার প্রধান আসামি নাজনীন আখতারের স্বামী রকিবুল ইসলাম মুকুলও কারাবন্দি। গত বৃহস্পতিবার নাজনীন আখতার এ মামলাটি দায়ের করেন। মামলায় সাংবাদিক স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন তিনি। এছাড়া, মেহেরুন বিনতে ফেরদৌসের সঙ্গে মুকুলের অনৈতিক সম্পর্ক রয়েছেও বলে দাবি করেন তিনি।
এ মামলায় আজ আদালতে হাজির হয়ে জামিন চান মেহেরুন বিনতে ফেরদৌস। শুনানি শেষে মহানগর হাকিম অমিত কুমার দে’র আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। স্বামীর জিন্মায় আদালত তাকে জামিন দেয়ার ইচ্ছা ব্যক্ত করেন। তবে স্বামী ব্যাংক কর্মকর্তা রাজিউল আমিন তাকে জিন্মায় নিতে অস্বীকৃতি জানান। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।