বিনােদন ডেস্ক: ৫ দিন পর খুলে ফেলা হলো লাইফ সাপোর্ট। আর এরপরই নায়করাজ রাজ্জাক পুত্র সম্রাটের কাছে জানতে চাইলেন সবার খবর।
পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন এবং শুভাকাক্সক্ষীরা কেমন আছেন, সবার খোঁজ নিলেন বাংলা চলচ্চিত্রের জীবন্ত এই কিংবদন্তি। গতকাল নায়করাজের শারীরিক অবস্থার উন্নতি হলে লাইফ সাপোর্ট ও ভেল্টিনেশন খুলে ফেলা হয়।
এরপর তিনি স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিতে থাকেন। ইউনাইটেড হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, এখন সম্পূর্ণরূপে শঙ্কামুক্ত নায়করাজ। আজ-কালের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা হবে।
নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি দেখে তার পরিবার মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। নায়করাজের ছোট ছেলে সম্রাট বলেন, সবার দোয়া ও ভালবাসায় তার বাবা সুস্থ হয়ে উঠছেন। এজন্য সবার কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার এত ভালবাসার ঋণ রাজ্জাক পরিবার কোনদিন শোধ করতে পারবে না।