Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

নিউজ ডেস্ক: মাশরাফি বিন মুর্তজা বলেছেন, টি-টোয়েন্টিতে যেকোনো দল ২০০-এর ওপরে রান করলে সেই রান তাড়া করা খুব কষ্ট হয়ে যায়। আমারা যদি তাদের ১৬০ কিংবা ১৭০ এর মধ্যে আটকে রাখতে পারি তাহলে আমাদের একটা সুযোগ তৈনি হবে। আমাদের ম্যাচ জেতালে বোলাররাই জেতাতে পারেন। শনিবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

11709532_1619544318313376_4226837234512697853_n
তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আমরা ৩০৭ রান করেছিলাম। এটা অনেক বড় স্কোর নয়। কিন্তু দেখেন, ওই ম্যাচে কিন্তু বোলাররাই আমাদের জিতিয়েছেন। আমাদের ব্যাটিং অবশ্যই ভালো। কিন্তু বোলারদের ওপরই আমাদের নির্ভর করতে হবে।’
মাশরাফি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার শক্তি সম্পর্কে আমরা সবাই জানি। তবে আমি মনে করি, যেহেতু আমরা টিম হিসেবে নামবো, তাই আমাদের শক্তি সম্পর্কে আমাদের চিন্তা করাই ভালো। ওদের (দক্ষিণ আফ্রিকা) সাথে খেলা সব সময় চ্যালেঞ্জিং কারণ ওদের প্রতিটি বিভাগ বেশ শক্তিশালী। কিন্তু আমরা আমাদের খেলা নিয়ে চিন্তা করছি। যেভাবে শেষ কয়েকটা সিরিজ খেলে এসেছি সেই আত্মবিশ্বাস ধরে রেখে ভালো খেলার চেষ্টা করবো।’
তিনি বলেন, ‘আসলে অতীতে কি হয়েছে, তা কোনোভাবেই পরবর্তীতে সাহায্য করে না। শেষ আমরা যেই সিরিজ জিতেছি সেটা আমাদের এই সিরিজে কোনোভাবে কাজে লাগবে না। নির্দিষ্ট দিনে আমাদের ভালো শুরু করতে হবে এবং ওই দিনের শেষটা ভালো করতে হবে। আমি বিশ্বাস করি, ধারাবাহিকতায় থাকায় আমরা আত্মবিশ্বাসী থাকবো। আর পুরো দল এখন ভালো করছে। যেই দল ভালো করে, তাদের আত্মবিশ্বাসও বেশ ভালো থাকে।’
প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটিতেই হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। দুই দলের শেষ টি-টোয়েন্টি হয়েছিল ২০০৮ সালের ৫ নভেম্বর। ৬ বছর ৭ মাস পর আবারো টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি দুই দল।