Sat. May 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

S5004284খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী চৌধুরী পাড়া ক্যাম্পে এক সহকর্মীকে হত্যার অভিযোগে আনসার সদস্য রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে দিঘীনালা উপজেলার ‘মনের মানুষ’ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দিঘীনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটু জানান।

জানা জানান রফিককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। এর আগে সকালে ক্যাম্পের পাশের জঙ্গল থেকে রফিকের অস্ত্র এবং ৮৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী জানান।

শুক্রবার ওই ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে মারা যান হিল আনসারের নায়েক আমির হোসেন। সহকর্মী রফিক তাকে গুলি করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

আমির হত্যাকাণ্ডের অভিযোগে রফিককে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে বলে দিঘীনালার ওসি টিটু জানিয়েছেন।

শনিবার সকালে আনসার ক্যাম্প এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার মজিদ।

তখন তিনি সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের আসামি রফিককে ধরতে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় জনসাধারণ নিয়ে অভিযান চলছে।

“মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নির্ধারণের কাজ চলছে। আশা করি, অল্প সময়ের মধ্যে তাকে আটক করে হত্যার মোটিভ জানা যাবে।”

রফিকের নিয়ে যাওয়া অস্ত্র ও ৮৪ রাউন্ড গুলি সাড়ে ১১টার দিকে পাশের জঙ্গল থেকে উদ্ধার করে যৌথবাহিনী।

নিহত আমিরের বড় ছেলে ফরিদ মিয়া সাংবাদিকদের জানান, কথা কাটাকাটির একপর্যায়ে তার বাবাকে গুলি করেন রফিক।

নিহত আমির পানছড়ি উপজেলার মৃত রজব আলীর ছেলে। অন্যদিকে রফিক মাটিরাঙা উপজেলার বলিটিলা গ্রামের বাসিন্দা।