Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1958ওমর ফারুক: বিচারপতি, কূটনীতিক ও সরকারি কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ইফতারে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (০৪ জুলাই) গণভবনে তাদের জন্যে এ ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী।

ইফতারের আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসেন। হেঁটে বিভিন্ন টেবিলের কাছে যান এবং অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের খোঁজ-খবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর কন্যা অটিজম বিশেষজ্ঞ সায়মা হোসেন পুতুলও উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি এস কে সিনহা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, বিচারপতি, সরকারি কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা এই ইফতারে অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির উত্তরোত্তর শান্তি ও সমৃদ্ধি কামনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।