নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টোয়েন্টি২০তে জয়ের জন্য ব্যাট করছে বাংলাদেশ। ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৫০ রান। সর্বশেষ আউট হয়েছেন মুশফিকুর রহিম (১৭), সৌম্য সরকার (৭) ও তামিম ইকবাল (৫)।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। জ্বলে উঠার আগেই সাজঘরে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। ব্যক্তিগত ৫ রানে অ্যাবোটের বলে উইকেটরক্ষক ডি কোকের তালুবন্দী হয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার।
তামিমের মতো সুবিধা করতে পারেননি সৌম্য সরকার (৭)। তিনিও ক্যাচ আউট হয়েছেন। রাবাডার বলে ডুমিনির হাতে ক্যাচ দিয়েছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
এর আগে টসে জিতে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান করে দক্ষিণ আফ্রিকা সফরকারীরা।
সর্বোচ্চ অপরাজিত ৭৯ রান করেছেন অধিনায়ক ডু প্লেসিস। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নিয়েছেন আরাফাত সানি। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও নাসির হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ১৪৮/৪, ওভার ২০ (প্লেসিস ৭৯*, রোসোউ ৩১*, ডুমিনি ১৮; আরাফাত ২/১৯)