Sat. May 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টোয়েন্টি২০তে জয়ের জন্য ব্যাট করছে বাংলাদেশ। ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৫০ রান। সর্বশেষ আউট হয়েছেন মুশফিকুর রহিম (১৭), সৌম্য সরকার (৭) ও তামিম ইকবাল (৫)।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। জ্বলে উঠার আগেই সাজঘরে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। ব্যক্তিগত ৫ রানে অ্যাবোটের বলে উইকেটরক্ষক ডি কোকের তালুবন্দী হয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার।

11659297_503621039787806_7300468386026846306_n
তামিমের মতো সুবিধা করতে পারেননি সৌম্য সরকার (৭)। তিনিও ক্যাচ আউট হয়েছেন। রাবাডার বলে ডুমিনির হাতে ক্যাচ দিয়েছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
এর আগে টসে জিতে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান করে দক্ষিণ আফ্রিকা সফরকারীরা।
সর্বোচ্চ অপরাজিত ৭৯ রান করেছেন অধিনায়ক ডু প্লেসিস। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নিয়েছেন আরাফাত সানি। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও নাসির হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ১৪৮/৪, ওভার ২০ (প্লেসিস ৭৯*, রোসোউ ৩১*, ডুমিনি ১৮; আরাফাত ২/১৯)