নিজস্ব প্রতিবেদক : পুলিশ পেট্রোল ছুঁড়ে বিএনপির আন্দোলন বন্ধ করে দিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন অভিযোগকে মিথ্যা বললেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।
পুলিশ সদর দফতরে রবিবার দুপুরে ঈদুল ফিতর ও রমজান উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, ‘আপনারা রাস্তাঘাটে থাকেন, তথ্য সংগ্রহ করেন, এমন কিছু পেয়েছেন? নিশ্চয় পাননি। খালেদর জিয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। কারা এসব ঘটনা ঘটিয়েছে দেশবাসী জানে। পুলিশের ভাবমূর্তি নষ্ট করতেই এমন অভিযোগ করা হয়েছে।’
শহীদুল হক বলেন, ‘সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে জাতি এ ধরনের বক্তব্য আশা করে না।’ তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের সময় পুলিশ অনেককে হাতেনাতে আটক করেছে। তাদের পরিচয় আমাদের কাছে আছে। তাদের অনেকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
এ তথ্য লাগলে নিতে পারেন।’ গত শনিবার রাজধানীর একটি ইফতার পার্টিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘পুলিশ পেট্রোলবোমা ছুঁড়ে বিএনপির আন্দোলন বন্ধ করে দিয়েছে।’