Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

haji-selim_71469ঢাকা: স্বতন্ত্র সাংসদ ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম বলেছেন আমদের মন্ত্রীরা শুধু কথায় কথায় বলে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রধানমন্ত্রীর নির্দেশে। মাননীয় স্পীকার তাহলে মন্ত্রীরা কি করেন তাদের কাজ কি?
রোববার দশম জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এ প্রশ্ন করেন তিনি
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে যদি সব কাজ করতে হয় তাহলে মন্ত্রীরা কি করেণ তাদের কি কোন কাজ নেই।
হাজী সেলিম বলেন, বর্তমানে ঢাকার যানজট এত বেশি মারাত্নক পর্যায়ে পৌঁছেছে যে মানুষ চলাফেরা করতে পারছে না, তাদেরকে রাস্তায় ইফতার করতে হচ্ছে, রোগী নিয়ে কেউ জরুরী ভিত্তিতে হাসপাতালে পৌঁছাতে পারছে না।
তিনি বলেন, ট্রাফিক পুলিশ থাকলেও তা অকার্যকর, মাননীয় স্পিকার, মানুষ অনেক অসুবিধায় রয়েছে। দ্রুত এটার একটা বিহীত হওয়া প্রয়োজন।