নিজ্সব প্রতিবেদক : দরপতনে শুরু হয়েছে চলতি সপ্তাহে শেয়ারবাজারের লেনদেন। দেশের উভয় বাজারে সূচকের পতন হয়েছে। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। এ নিয়ে টানা দু’দিন পতন হয়েছে দেশের পুঁজিবাজারে।
রবিবার সপ্তাহের প্রথম দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৩৬.৫৮ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৩৬ পয়েন্টে। বৃহস্পতিবার সূচক কমেছিল ১০.৫২ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ৩১২টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। এদিকে বৃহস্পতিবার ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হলেও রবিবার তা ফের ৪০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। দিনশেষে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ২২ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫০৪ কোটি ৬২ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ সুরমা সিমেন্ট। দিনশেষে কোম্পানিটির ২৯ কোটি ৫৪ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের লেনদেন হয়েছে ২৪ কোটি ৩ লাখ টাকা। ২০ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।
লেনদেনে এর পর রয়েছে যথাক্রমে- এসিআই, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ার, ফার কেমিক্যাল, বেক্সিমকো ফার্মা, এসিআই ফরমুলেশন্স, ইফাদ অটোস।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স ৬৭.১৪ পয়েন্ট কমে দিনশেষে ৮৫০৯.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩১ কোটি টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।