Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Pic 2 copyমেহেদি হাসান বাবু: একসঙ্গে এবারই প্রথম কাজ করছেন দর্শকপ্রিয় অভিনেতা-নাট্যনির্মাতা মাহফুজ আহমেদ ও ছোটপর্দার প্রিয়মুখ মৌটুসী বিশ্বাস। আসছে ঈদ উপলক্ষ্যে নির্মিতব্য নাটক ‘লাইক Ñ কমেন্টস’ নাটকে এবারই প্রথম কাজ করছেন তারা দু’জন। নাটকটি রচনা ও পরিচালনা করছেন গুনী নির্মাতা মাসুদ সেজান। আসছে ঈদে বাংলাভিশনে প্রচারের লক্ষে গতকাল শনিবার থেকে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে। মূলত ফেসবুক সম্পর্কিত একটি গল্প নিয়েই নাটকের কাহিনী এগিয়ে যায়।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘মাসুদ সেজান এবং মৌটুসী বিশ্বাস দুজনের সঙ্গেই প্রথমবারের মতো কাজ করছি। দু’জনই খুব মেধাবী। দেখা যাক দু’জন মেধাবী মানুষের সঙ্গে কাজ করে শেষ পর্যন্ত কী দাঁড়ায়। তবে আমি আশাবাদী।’ মৌটুসী বিশ্বাস বলেন, ‘মাহফুজ ভাই অনেক গুণী এবং জনপ্রিয় একজন অভিনেতা। পাশাপাশি একজন গুণী নির্মাতাও বটে। তারসঙ্গে কাজ করতে পারছি এটা আমার জন্য অনেক ভালোলাগার বিষয়। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ভালোভাবে মাহফুজ ভাইয়ের সঙ্গে কাজটি শেষ করার।’

মৌটুসী জানান এই নাটকে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য গেটআপে বেশকিছুটা পরিবর্তন এনেছেন তিনি। এদিকে গত ৩ জুলাই এনটিভিতে প্রচারিত হয়েছে মাহফুজ আহমেদ অভিনীত ‘কেমন আছো তুমি’ নাটকটি। নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এতে তার বিপরীতে ছিলেন অপি করিম। এছাড়া তিনি আসছে ঈদ উপলক্ষে নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘দেবদূত’ ও নাটক ‘রুম নাম্বার থার্টিন’। দুটি যথাক্রমে প্রচার হবে চ্যানেল আই ও বাংলাভিশনে। এদিকে রমজান মাস উপলক্ষে মাছরাঙ্গা টিভিতে মৌটুসী বিশ্বাসের উপস্থাপনায় প্রতিদিন বিকাল ৪.৪০ মিনিটে প্রচার হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘জিরোক্যাল ড্রিংকস অ্যান্ড ডেজার্ট’।

তার উপস্থাপনা বেশ প্রশংসিত হচ্ছে।

আসছে ঈদ উপলক্ষে মাজহারুল ইসলামের নির্দেশনায় মৌটুসী বিশ্বাস অভিনয় করেছেন ‘একটু বাড়িয়ে বলা’ নাটকে। এটি রচনা করেছেন রাবেয়া খাতুন।