ঢাকা: ইউনিলিভার বাংলাদেশ শিশুদের নিয়ে আয়োজন করেছে ইফতার সমাবেশ। ইউনিলিভার বাংলাদেশের তিনটি ব্র্যান্ড- নর, লাইফবয় এবং পেপসোডেন্টের সম্মিলিত প্রচেষ্টায় ‘স্পিরিট অফ রামাদান’ ক্যাম্পেইনের আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হচ্ছে এই ইফতার সমাবেশ।
ইউনিলিভার মনে করে, মাহে রমজান সিয়াম, সহমর্মিতা এবং সাধনার মাস। রোজা মানুষকে যাবতীয় অকল্যাণকর কাজকর্ম থেকে বিরত হয়ে সংযম সাধনার পথ ধরে মহান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণের শিক্ষা দেয়।
কিন্তু নানা কারণে রমজানের মূল চেতনা থেকে অনেকটাই সরে আসি আমরা। করা হয় না, যা আমাদের করণীয় ছিল। ফলে, কোথাও হয়তো অপচয় হয় অজস্র খাবার, আবার কোথাও অভুক্ত থেকে যায় মানুষ। কোনো পরিবারে হয়তো কেনাকাটার শেষ নেই, কোনো পরিবারে হয়তো সামর্থ্য নেই নতুন কাপড় কেনার।
মানুষ নানাভাবে, নানা জায়গায় রমজান পালন করলেও রমজানের মূল চেতনা কিন্তু একই। রমজানের এই চেতনা ছড়িয়ে দিতে আপনিও পারেন পাশে আসতে। যোগ দিন Spirit of Ramadan এর ইফতার আয়োজনে। লগ ইন করুন www.bdspiritoframadan.com-এ।
আরো জানতে দেখুন নর এর সৌজন্যে এই ভিডিওটি-